চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

অজ্ঞতার কারণে মানুষ দৃষ্টিহীন হয়ে পড়ে : ডা. রবিউল হোসেন

১১ অক্টোবর, ২০১৯ | ২:০০ পূর্বাহ্ণ

‘সবার জন্য দৃষ্টি’ এই স্লোগানকে সামনে রেখে গতকাল চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রে বিশ^ দৃষ্টি দিবস উপলক্ষে এক র‌্যালির উদ্বোধন করা হয়। হাসপাতালের উদ্যোগে এবং অরবিসের সহযোগিতায় গতকাল পাহাড়তলীস্থ হাসপাতাল ক্যাম্পাসে অনুষ্ঠিত র‌্যালির উদ্বোধন করেন হাসপাতালের ম্যানেজিং ট্রাস্টি আন্তর্জাতিক চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রবিউল হোসেন। তিনি বলেন, মানব দেহের স্পর্শকাতর অঙ্গ চোখের যত্ন নেয়া আবশ্যক। বিশেষ করে এ অঙ্গের ক্রটি, জটিলতা, পুষ্টিহীনতা, অজ্ঞতার কারণে মানুষ দৃষ্টিহীন হয়ে পড়ে। এ সময় উপস্থিত ছিলেন, হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ডা. কামরুল ইসলাম, আইসিও’র পরিচালক অধ্যাপক ডা. খুরশীদ আলম, সিনিয়র কনসালটেন্ট ডা. মর্তুজা নুরুউদ্দিন, আইসিও’র অধ্যাপক ডা. মোহাম্মদ মুনিরুজ্জামান ওসমানী, সিনিয়র কনসালটেন্ট ডা. সামস্ মোহাম্মদ নোমান, ডা. জেসমিন আহমেদ, সিনিয়র কনসালটেন্ট ডা. নাসিমুল গনি চৌধুরী, ডা. ফারজানা আক্তার চৌধুরী, ডা. সুজিত কুমার বিশ্বাস, ডা. সোমা রানী রায়, ডা. তনিমা রায় প্রমুখ। এর আগে হাসপাতালের ইমরান সেমিনার হলে দিবসটির মূল প্রতিপাদ্য বিষয়ের উপর শিক্ষার্থীদের নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রতিপাদ্য বিষয় তুলে ধরেন ডা.সৈয়দ মুহাম্মদ আসিফুর রহমান। আলোচনায় অংশ নেন, ডা. সাজ্জাদ হোসেন খান, ডা. ফিরোজ খান, ডা. ওয়াহিদ আলম,ডা. মেরাজুল ইসলাম, ডা. মাহবুব আলম, ডা. মো. রায়হান উদ্দিন, ডা. রাহিনূল মাওলা, আইসিও এর প্রভাষক জুয়েল দাশগুপ্ত প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট