চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পদার্থবিদ্যায় নোবেল পেলেন তিন পদার্থবিজ্ঞানী

অনলাইন ডেস্ক

৮ অক্টোবর, ২০১৯ | ৬:৪৯ অপরাহ্ণ

রয়্যাল সুইডিশ একাডেমির পক্ষ থেকে মঙ্গলবার নাম ঘোষণা করা হয়েছে পদার্থবিদ্যায় নোবেল পাওয়া তিন পদার্থবিজ্ঞানীর। পুরস্কার পেলেন কানাডিয়ান-আমেরিকান পদার্থবিদ জেমস পেবলস, সুইস পদার্থবিজ্ঞানী মাইকেল মেয়র এবং মহাকাশবিজ্ঞানী দিদিয়ের কুইলোজ৷ এর মধ্যে মহাজাগতিক সৃষ্টিতত্ত্বের ব্যাপারে গবেষণার জন্য নোবেল পেলেন পেবলস৷ আর বাকি দু’জন পেলেন সৌরজগতের বাইরে প্রদক্ষিণরত একটি এক্সোপ্ল্যানেট আবিষ্কারের জন্য৷

নোবেল একাডেমির পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, ‘এই দু’টি আবিষ্কারে মহাবিশ্ব গঠনের ধারনা ও ইতিহাসকে নতুন করে জানা গিয়েছে৷ এছাড়া সৌরজগতের বাইরে প্রথমবার কোনও এক্সোপ্ল্যানেট আবিষ্কৃত হয়েছে৷ এর ফলে বিশ্বে বহুল প্রচলিত বেশ কিছু ধ্যানধারণা বদলে দিয়েছে৷’ এর আগে সোমবার দুই মার্কিন এবং এক ব্রিটিশ বিজ্ঞানীকে চিকিৎসা বিজ্ঞান ও মেডিসিনে নোবেল পুরস্কার তুলে দেওয়া হয় ।

মানবদেহে কোষের অনুভূতি গ্রহণ এবং অক্সিজেন মাত্রার সঙ্গে খাপ খাইয়ে নেওয়া- এই বিষয়ের উপরে গবেষণা করে নোবেল পুরস্কার পান উইলিয়াম কেইলিন জুনিয়র, গ্রেগ সেমেনজা এবং স্যার পিটার রাটক্লিফ ।

পূর্বকোণ/টিএফ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট