চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সঠিক সময়েই হবে বঙ্গবন্ধু বিপিএল

৮ অক্টোবর, ২০১৯ | ২:৫৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএলের) সপ্তম আসর শুরু হতে বাকি মাত্র দুই মাস। সব ঠিক থাকলে আগামী ডিসেম্বরের ৬ তারিখ থেকে শুরু হবে এই আসর। এবারের বিপিএলের সঙ্গে জুড়ে দেয়া হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম। বঙ্গবন্ধুর শততম জন্ম বার্ষিকীকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এমন সিদ্ধান্ত। যেহেতু বঙ্গবন্ধুর সম্মানার্থে এই বিপিএল, তাই অন্যসব বারের চাইতে এবারের আসরকে বেশি জাঁকজমকপূর্ণ করার লক্ষ্য বিসিবির। কিন্তু বিপিএল নিয়ে খুব একটা কার্যক্রম নেই বললেই চলে। গত ১ অক্টোবর বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছিলেন, বিপিএল সপ্তম আসর নির্দিষ্ট সময় থেকে পিছিয়ে যেতে পারে। এবারের বিপিএল যেহেতু নতুন ফরম্যাটে হচ্ছে তাই নতুন করে স্পন্সর পার্টনার নেয়া হয়েছে। তাদের সঙ্গে চুক্তি ধরণটা ঠিক করতে হবে। নতুন করে বাইলজ করতে হবে। এই কাজগুলো শেষ করে প্লেয়ার ড্রাফটে যেতে হবে। তার সপ্তাহ না যেতেই বোল পাল্টালেন জালাল ইউনুস। গতকাল গণমাধ্যমকে জানান, সঠিক সময়েই বিপিএল হবে। এর জন্য ক্রিকেট বোর্ড কাজও শুরু করে দিয়েছে। ‘আগেই যেমন বলেছিলাম ৬ ডিসেম্বর থেকে শুরু হবে, এখনও সেটাই আছে। -ইন্টারনেট

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট