চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বাঁশি বাজে নারে সঙ্গীতানুষ্ঠান সম্পন্ন

ফারুক হাসান

২১ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৪৩ পূর্বাহ্ণ

শুদ্ধ সংগীত প্রসার কেন্দ্র আয়োজিত তৃতীয় সংগীতানুষ্ঠান গত ৩ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৭টায় নগরীর স্থানীয় টিআইসি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বর্তমানে সাংস্কৃতিকে শুদ্ধভাবে পরিবেশনের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখছে এ-সংগঠনটি।
অনুষ্ঠানের শুরুতে সংগীত পরিবেশন করেন অনুষ্ঠানের আয়োজক ও শিল্পী রিয়াজ ওয়াইজ। তিনি বেশ ক’টি ভারতীয় ছায়াছবির গান পরিবেশন করেন। পরে প্রতিভাবান তরুণ কণ্ঠশিল্পী শুভ দাশ বেশ ক’টি সংগীত পরিবেশন করেন এবং সবশেষে বিশেষ আকর্ষণ দেশবরেণ্য গজল কণ্ঠশিল্পী আরিফুল ইসলাম মিঠু। মেহেদী হাসান ও গোলাম আলীর গজল গেয়ে দর্শকদের মাত করেন। বিশিষ্ট আবৃত্তি শিল্পী প্রবীল পাল এর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ টেলিভিশনের জেনারেল ম্যানেজার নিতাই কুমার ভট্টাচার্য্য। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর রিতা দত্ত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ডা. সন্দীপন দাশ। বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক দিলীপ দাশ প্রমুখ। অনুষ্ঠানের সভাপতি তার বক্তব্যে বলেন, শুদ্ধ সংগীত প্রসারের ক্ষেত্রে আমাদের সংগঠনটা আজ অনেকদূর এগিয়ে। অনুষ্ঠানে যারা বাজিয়েছেন তারা হলেন, শ্যামল চন্দ্র দাশ, তবলায় রোমেমন বিশ্বাস (রাজু), কি-বোর্ডে রিপন শীল, গিটার এ মুকেশ ইন্দু, অক্টোপ্যাড ছোটন দাশ, হারমোনিয়াম এ শুভ দাশ। সেদিনের বৈঠকী গজল গানের অনুষ্ঠানটি সবার মানসপটে বহুদিন আঁকা থাকবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট