চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলে জেলা পর্যায়ে খেলা শুরু

আরাফাতের হ্যাটট্রিকে কর্ণফুলীতে ডুবলো আনোয়ারা

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক

১৮ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৩৬ পূর্বাহ্ণ

এ যেন এক মিলন মেলা। চট্টগ্রাম জেলার ১৫টি উপজেলা এবং মহানগরের ৬টি শিক্ষা থানা’র অধিকাংশ বালক ও বালিকা দলের অনূর্ধ্ব-১৭ ফুটবলারদের পদচারনায় গতকাল মুখরিত হয়েছে চট্টগ্রাম বন্দরস্থ শহীদ প্রকৌশলী সামশুজ্জামান স্টেডিয়াম (বন্দর স্টেডিয়াম)। এ উপলক্ষটা তৈরি হয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চট্টগ্রাম জেলা পর্যায়ের উদ্বোধনকে ঘিরে। চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে এ টুর্নামেন্টের উদ্বোধনী দিনে অনুষ্ঠিত চট্টগ্রাম দক্ষিণ জোনের বালক বিভাগে একমাত্র নতুন উপজেলা কর্নফুলী সহজেই ৫-০ গোলে আনোয়ারা উপজেলাকে বিধ্বস্থ করেছে। খেলার উল্লেখযোগ্য দিক ছিল জয়ী দলের শহীদুল ইসলাম আরাফাতের হ্যাটট্রিক। এর আগে প্রধান অতিথি হিসেবে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন। চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটি) ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক আবু হাসান সিদ্দিক, চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক, মুক্তিযোদ্ধা মহানগর কমান্ডার মোজাফ্ফর হোসেন, জেলা কমান্ডার শাহাবুদ্দিন আহমেদ, চট্টগ্রামের জেলা ক্রীড়া অফিসার ও টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব মনোরঞ্জন দে, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য ও ফুটবল সম্পাদক মোহাম্মদ ইউসুফ, নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, রেজিয়া বেগম ছবিসহ একাধিক উপজেলার নির্বাহী অফিসার, জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার (আইসিটি) সুরাইয়া ইয়াসমিন। খেলায় একেবারে যোগ্যদল হিসেবে জয় আদায় করে নিয়েছে দক্ষিণ অঞ্চলে নতুন ভাবে সৃষ্ট উপজেলা কর্ণফুলী। নতুন উপজেলাটি, নব উদ্দীপনায় খেলার শুরু থেকে শেষ পর্যন্ত মাঠে নৈপূণ্য প্রদর্শন করেছে। দলীয় সংহতির চমৎকার নিদর্শণে একে একে ৫টি গোলে প্রতিপক্ষকে বিধ্বস্থ করেছে। তবে তুলনামুলকভাবে আনোয়ারা উপজেলা দলে কয়েকজন বয়স্ক ফুটবলার খেলানোর অভিযোগ উঠলেও কর্ণফুলী উপজেলা ফুটবলারদের দৃষ্টিনন্দন খেলার কাছে হার মানতে বাধ্য হয়েছে। ১২ ও ২৪ মিনিটে দলের হয়ে পরপর ২ গোল করেন শহীদুল ইসলাম আরাফাত (২-০)।

২৮ মিনিটে আব্দুল্লাহ আল ইসমাম গোল করলে প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থাকে কর্ণফুলী উপজেলা। ৪২ মিনিটে জিয়া উদ্দিন নীলয়ের গোলের (৪-০) পর ৪৫ মিনিটে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন (৫-০)। খেলাটি পরিচালনা করেন নাছির উদ্দিন এবং সহকারি ছিলেন সুভাষ বৈদ্য ও নাছির হোসাইন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট