চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বন্দরের ৮টি মোবাইল ক্রেন ক্রয়ের কার্যাদেশ স্থগিত

নিজস্ব প্রতিবেদক

২৭ আগস্ট, ২০১৯ | ৩:১৮ পূর্বাহ্ণ

প্রায় ১৯ কোটি টাকা মূল্যের ১০ টন ক্ষমতা সম্পন্ন ৮টি মোবাইল ক্রেন ক্রয়ের কার্যাদেশ স্থগিত করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। মামলা সংক্রান্ত জটিলতার কারণে মনোনীত প্রতিষ্ঠান দেয়া কার্যাদেশটি স্থগিত করা হয়েছে। চট্টগ্রাম বন্দরের প্রধান প্রকৌশলী (যান্ত্রিক) আমিনুল ইসলাম গতরাতে পূর্বকোণের সাথে আলাপে উক্ত কার্যাদেশ স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন।

বন্দর সূত্র জানায়, ২০১৩ সালে ১০ টন ক্ষমতা সম্পন্ন ১০টি মোবাইল ক্রেন ক্রয়ের জন্য দরপত্র আহ্বান করে চট্টগ্রাম বন্দর কর্র্তৃপক্ষ। এতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে ইকম ট্রেড হোল্ডিং (প্রা.) লিমিটেড যোগ্য বিবেচিত হয়। দরপত্রের ধারাবাহিকতায় নোটিফিকেশন অব এওয়ার্ড অনুযায়ী ওই বছরের ২১ আগস্ট চট্টগ্রাম বন্দর কর্র্র্র্তৃপক্ষের তৎকালীন চেয়ারম্যান রিয়ার এডমিরাল নিজামউদ্দিন আহমেদ ও ইকম ট্রেড হোল্ডিং (প্রা.) লিমিটেডের পরিচালক মো. রফিকুল ইসলামের মধ্যে চুক্তি সম্পাদিত হয়। চুক্তি সম্পাদনের পূর্বে ইকম ট্রেড হোল্ডিং (প্রা.) লিমিটেডের পক্ষে মালিক মো. রফিকুল ইসলাম ২০১৩ সালের ১৯ আগস্ট প্রিমিয়ার ব্যাংক লি. গুলশান শাখা, ঢাকার ২ কোটি ৭৮ লাখ ৬৪ হাজার জাল পারফরমেন্স গ্যারান্টি চট্টগ্রাম বন্দর কর্র্র্র্র্র্র্তৃপক্ষের নিকট দাখিল করেন। এখানে মেসার্স ইকম ট্রেড হোল্ডিং (প্রা.) লিমিটেডের পক্ষে চুক্তি সম্পাদন করেন উক্ত প্রতিষ্ঠানের পরিচালক মো. রফিকুল ইসলাম। অন্যদিকে ব্যাংক গ্যারান্টি দাখিলকারী প্রতিষ্ঠান ইকম ট্রেড ইন্টারন্যশনাল এর মালিকও উক্ত রফিকুল ইসলাম। উক্ত জাল ব্যাংক গ্যারান্টি দাখিল সম্পর্কে জানাজানি হলে প্রতারণার অভিযোগে বিষয়টি দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করেন।

দুদকের অনুসন্ধানে প্রমাণ হয় , জালিয়াতির মাধ্যমে ওই ভুয়া ব্যাংক পারফরমেন্স চট্টগ্রাম বন্দরে দাখিল করার অপরাধে মামলা করার জন্য বিগত ২০১৫ সালের ২২ সেপ্টেম্বর প্রধান কার্যালয়ের এক স্মারকে অনুমোদন সাপেক্ষে মামলা দায়ের করেন। দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এর উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম বন্দর থানায় প্রতারণার অভিযোগে ২০১৫ সালের ৫ অক্টোবর মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্তের পর ২০১৭ সালের ১২ জানুয়ায়ী আদালতে অভিযোগপত্র দাখিল হয়। মামলাটি বর্তমান চট্টগ্রামের চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারধীন রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, চলতি বছরের ১১ ফেব্রুয়ারি পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা (পিপিআর) এর আওতায় চট্টগ্রাম বন্দর কর্র্তৃপক্ষ প্রায় ১৯ কোটি টাকা মূল্যের ১০ টন ক্ষমতা সম্পন্ন ৮টি মোবাইল ক্রেন ক্রয়ের টেন্ডার এক স্মারক মূলে দরপত্র আহ্বান করা হয়। টেন্ডারে ৪টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে তিনটি প্রতিষ্ঠান যোগ্য বিবেচিত হয়। প্রাইজ ওপেন করে বন্দরের সাথে প্রতারণার দায়ে দুদকের মামলায় অভিযুক্ত ইকম হোল্ডিং (প্রা.) লি. এর এজেন্ট ইকম ট্রেড ইন্টারন্যশনাল এর দরপত্র বৈধ বিবেচনা করে কার্যাদেশ প্রদান করা হয়।

বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে আইনি জটিলতা দেখা দিলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের নির্দেশে আইনগত মতামতের জন্য নথিটি চট্টগ্রাম বন্দরের আইন কর্মকর্তার নিকট প্রেরণ করা হয়। তিনি মামলা সংক্রান্ত জটিলতার কারণে ভিন্নমত পোষণ করেন। ফলে ইমকো ট্রেড হোল্ডিং (প্রা.) লি. কার্যাদেশ স্থগিত করা হয়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট