চট্টগ্রাম শনিবার, ১১ মে, ২০২৪

আজীবন চশমা ফ্রি

২৭ আগস্ট, ২০১৯ | ২:২৮ পূর্বাহ্ণ

এশেজ সিরিজের তৃতীয় টেস্টে ইংল্যান্ডের শ^াসরুদ্ধকর জয়ের নায়ক নিঃসন্দেহে বেন স্টোকস। তবে দলকে জিতিয়ে নিতে স্টোকসের পরেই অবদান বেশি জ্যাক লিচের। ম্যাচের শেষ মুহূর্তে ১৭ বলে ১ রান করে সেঞ্চুরি থেকেও বেশি কিছু করেছেন এ বোলার। মহামূল্যবান এই ইনিংস খেলতে লিচকে সাহায্য করেছে তার দৃঢ় প্রত্যয়। ম্যাচের শ^াসরুদ্ধকর মুহূর্তে প্রায় প্রতিটি বল মোকাবিলা করার আগে একবার করে চশমাটা মুছে নিচ্ছিলেন তিনি। যাতে প্যাট কামিন্সের নব্বই মাইল বেগে ধেয়ে আসা বলগুলো দেখেশুনে খেলতে পারেন! ম্যাচ শেষে লিচের এই অবদান ভুলে যায়নি ইংল্যান্ডের চশমা কোম্পানি স্পেকসেভারস। বাকি জীবন লিচকে ফ্রি চশমা দেওয়ার ঘোষণা দিয়েছে তারা! ম্যাচ শেষে নায়ক স্টোকস তাঁর যোগ্য সহকারীর কথা ভোলেননি মোটেও। একটা টুইটে স্পেকসেভারসকে মেনশান করে বলেছেন, ‘স্পেকসেভারস, অন্তত এই কাজটা করুর, বাকি জীবনের জন্য জ্যাক লিচকে ফ্রি চশমা দেওয়ার ব্যবস্থা করুন!’ টুইটটার জবাব দিতে দেরি করেনি স্পেকসেভারস। তারাও লিখেছে, ‘আমরা নিশ্চিত করছি, বাকি জীবনের জন্য জ্যাক লিচকে ফ্রি চশমা বিলিয়ে যাব আমরা!’-ইন্টারনেট

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট