চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

উত্তেজনার মধ্যেই এডেন উপসাগরে ইরানের যুদ্ধজাহাজ

২৭ আগস্ট, ২০১৯ | ২:১৮ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই এডেন উপসাগরে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইরান। সোমবার দেশটির সেনাপ্রধান বলেন, ওই সাগরে ডেস্ট্রয়ার ও হেলিকপ্টার বহনে সক্ষম যুদ্ধজাহাজ পাঠিয়েছে ইরান।তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

পরমাণু চুক্তি নিয়ে মতানৈক্যের পর ইরানের ওপর ক্রমবর্ধমান চাপ বৃদ্ধির অংশ হিসেবে উগসাগরীয় এলাকায় বিমানবাহী রণতরী ও ক্ষেপণাস্ত্রসহ যুদ্ধ সরঞ্জাম মোতায়েন করে যুক্তরাষ্ট্র। আরব উপসাগরে সাম্প্রতিক দুটি ট্যাংকার বিস্ফোরণের ঘটনায় ইরানকে দায়ী করে মধ্যপ্রাচ্যে আরও এক হাজার মার্কিন সেনা পাঠানোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এরপর যুক্তরাষ্ট্রের ‘আরকিউ-৪ গ্লোবাল হক’ নামের একটি ড্রোন ভূপাতিত করে ইরান।

আন্তর্জাতিক জলসীমায় ইরানি জাহাজ রক্ষায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইরান। দেশটির সেনাপ্রধান বলেন, ‘আন্তর্জাতিক জলসীমায় ইসলামি প্রজাতন্ত্রের জলজাহাজের নিরাপত্তা দিতে এডেন উপসাগরে ডেস্ট্রয়ার ও হেলিকপ্টার বহনে সক্ষম জাহাজ পাঠিয়েছে ইরান।’

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট