চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

শাহ আমানতে প্রশিক্ষণ বিমানের চাকা বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক

২৬ আগস্ট, ২০১৯ | ৮:০৬ অপরাহ্ণ

দুর্ঘটনার কবলে পড়েছে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। চাকা বিষ্ফোরণের ফলে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। আজ সোমবার (২৬ আগস্ট) সকাল পৌনে ১১টার দিকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। চট্টগ্রাম বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার এবিএম সারোয়ার ই জাহান বিষয়টি গণমাধ্যমকে এ কথা নিশ্চিত করেছেন।

সারোয়ার ই জাহান বলেন, দুর্ঘটনার কারণে প্রায় ১৫ মিনিট বিমানবন্দরের রানওয়ের কার্যক্রম বন্ধ থাকে। অবতরণের সময় বিমান বাহিনীর একটি উড়োজাহাজের চাকা বিষ্ফোরিত হয়। তবে সেটি নিরাপদে অবতরণে সক্ষম হয়। এজন্য রানওয়ের কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল।

তিনি আরও বলেন, দুর্ঘটনার কারণে রানওয়ের কার্যক্রম ১৫ মিনিট বন্ধ রাখার পর পুনরায় তা সচল করা হয়েছে। পরবর্তীতে নতুন চাকা লাগানোর পর উড়োজাহাজটিকে বিমানবাহিনীর ঘাঁটিতে নেয়া হয়।

পূর্বকোণ/রাশেদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট