চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

ডেঙ্গুজ্বরে আক্রান্ত তরুণীর মৃত্যু

অনলাইন ডেস্ক

২৭ জুলাই, ২০১৯ | ৯:২৯ অপরাহ্ণ

মহামারী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রুমানা (২৫) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

পারিবারিক সূত্রে জানা যায়, ঢাকায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে রুমানাকে গত ১০ জুলাই স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। রুমানা বেনাপোলের বিশিষ্ট সিএন্ডএফ ব্যবসায়ী মেহেরুল্লাহর মেয়ে ও বেনাপোল সমিতির উপদেষ্টা জামসেদ আলীর স্ত্রী।

বেনাপোল সমিতির সভাপতি শফি কদর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রুমানার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, শুরু থেকে বিভিন্ন হাসপাতালে এ রোগে আক্রান্ত হয়ে মোট ৯ হাজার ৬৫৭ জন রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সরকারিভাবে আট জনের মৃত্যুর কথা জানানো হলেও বিভিন্ন হাসপাতাল সূত্রে জানা যায়, এ পর্যন্ত ৩৪ জন মারা গেছেন।

সর্বশেষ, আনোয়ার খান মডার্ন মেডিকেলের আইসিইউতে মারা যান ডা. তানিয়া সুলতানা। তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ৪৭তম ব্যাচের ছাত্রী ছিলেন। এর আগে হবিগঞ্জের সিভিল সার্জন ডা. শাহাদাত হোসেন হাজরা ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মারা যান।

 

 

 

পূর্বকোণ/ময়মী

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট