চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

ফিলিপাইনে জোড়া ভূমিকম্পে নিহত ৮, আহত ৬০

আন্তর্জাতিক ডেস্ক

২৭ জুলাই, ২০১৯ | ৩:১১ অপরাহ্ণ

দুইটি মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ফিলিপাইন। শক্তিশালী এই ভূমিকম্পে অন্তত আটজনের মৃত্যু হয়েছে। এছাড়াও ৬০ জন আহত হয়েছেন। দেশটির উত্তরাঞ্চলীয় একটি দ্বীপে শনিবার সকালে ভূমিকম্প দুটি আঘাত হানে।

এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে, প্রদেশের ইতবায়াত নামক শহরে প্রথম ভূমিকম্পটি আঘাত হানে স্থানীয় সময় সকাল ৪টা ১৬ মিনিটে। শক্তিশালী এ ভূমিকম্পে প্রকম্পিত হয় গোটা শহর। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫.৪। এরপর স্থানীয় সময় শনিবার সকাল ৭টা ৩৭ মিনিটে দেশটির বাতানেস প্রদেশের ইতবায়াতে আঘাত হানা দ্বিতীয় ভূমিকম্পটিকে প্রাথমিকভাবে ৬.৪ মাত্রার বলা হলেও পরে তা কমিয়ে ৫.৯ বলে জানানো হয়।

শহরের মেয়র রাল ডি সাগোন জানান, ভূমিকম্পে আটজনের মৃত্যু এবং আনুমানিক ৬০ জন আহত হয়েছেন। তবে আহতদের অবস্থা সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানা যায়নি। তবে এ ঘটনায় কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

পুলিশ সার্জেন্ট উজি ভিলা বার্তা সংস্থা বলেন, আমরা দেখলাম বাড়ি-ঘর কাঁপছে। বাড়ির দেয়াল ধসে ঘরে থাকা মানুষদের ওপর পড়ছে। ঘরে ঘুমিয়ে থাকাকালীন ভূমিকম্প আঘাত হানায় কিছু মানুষ মারা গিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিলিপাইন রেড ক্রসের পোস্ট করা ছবিতে দেখা গেছে, ভূমিকম্পে বাড়ি-ঘর ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।

ভূ-প্রাকৃতিক অবস্থানের কারণে ফিলিপাইনে প্রায়ই ভূমিকম্প হয়। বিশ্বের সক্রিয় আগ্নেয়গিরিগুলোর অর্ধেকের বেশি রয়েছে যে এলাকায়, প্রশান্ত মহাসাগরের সেই ‘রিং অব ফায়ারের’ মধ্যেই দেশটির অবস্থান।

পূর্বকোণ/ময়মী

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট