চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

মিরসরাইয়ে পা পিছলে প্রাণ হারালেন স্থপতি মেমোরি

খৈয়াছড়া ঝর্ণা দেখতে এসে দুর্ঘটনা

নিজস্ব সংবাদদাতা হ মিরসরাই

২৭ জুলাই, ২০১৯ | ২:১০ পূর্বাহ্ণ

অফিসের সহকর্মীদের নিয়ে মিরসরাইয়ের খৈয়াছড়া ঝর্ণা দেখতে এসে প্রাণ হারিয়েছেন ঢাকায় কর্মরত এক স্থপতি (আর্কিটেক্ট)। ঝর্ণার উপর থেকে পা পিছলে পড়ে আবু আল হোসাইন মেমোরি নামের ওই পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল (শুক্রবার) সকাল ১১টায় এ দুর্ঘটনা ঘটলে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা তার লাশ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, নিহত স্থপতির বাড়ি বগুড়া জেলার বগুড়া সদর থানায়। তিনি ঢাকার টিকাটুলি এলাকায় সেইফটি কনসালটেন্ট বিডি লিমিটেড নামের একটি প্রকৌশল প্রতিষ্ঠানে আর্কিটেকচার হিসেবে কর্মরত ছিলেন। নিহতের সহকর্মী জুয়েল রানা বলেন, শুক্রবার (গতকাল) সকালে আমরা ৫ জন ঢাকা থেকে মিরসরাইয়ের খৈয়াছড়ার পাহাড়ি ঝর্ণায় ভ্রমণে এসেছিলাম। সকাল ১০টায় আমরা ঝর্ণার উপরে উঠার সময় আবু আল হোসাইন মেমোরি (২৯) ছবি তোলার জন্য পোজ দিতে গিয়ে অসতর্কতা বশত নিচে ছিটকে পড়ে এবং মাথায় প্রচুর আঘাত পায়। এদিকে শুক্রবার সন্ধ্যার পর নিহত মেমোরির লাশ নিতে মিরসরাই থানায় আসেন সেইফটি কনসালটেন্ট বিডি লিমিটেড নামের প্রতিষ্ঠানটির ডিরেক্টর প্রকৌশলী হাফিজুল ইসলাম। তিনি দৈনিক পূর্বকোণকে জানান, বৃহস্পতিবার অফিস শেষ করে মেমোরি আরো কয়েকজন সহকর্মী নিয়ে খৈয়াছড়া ঝর্ণা এলাকায় ঘুরতে আসেন। শুক্রবার (গতকাল) তার দুর্ঘটনার খবর শুনে ঢাকা থেকে ছুটে এসেছি। তিনি আরো জানান, মেমোরি নামটি তার মা তাকে আদর করে ডাকতো। কারণ সে বাবা মায়ের একমাত্র সন্তান। তার আরেকটি ভাই ছিল, সে অল্প বয়সে মারা যায়। মিরসরাই ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা তানভীর আহম্মেদ বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে (মেরোরি) উদ্ধার করে মিরসরাই পৌর সদরে অবস্থিত মাতৃকা হাসপাতালে নিয়ে যাই। মস্তিষ্কের অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করে মিরসরাই থানার পরিদর্শক (তদন্ত) বিপুল চন্দ্র দেবনাথ বলেন, আবু আল হোসাইন মেমোরির পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে। বগুড়া থেকে তার বাবা সম্ভবত আসছেন। মরদেহের আইনি প্রক্রিয়া শেষে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট