চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পাহাড়তলীতে টার্ন টেবিল থেকে পড়ে গেল নতুন ইঞ্জিন

নিজস্ব প্রতিবেদক

১৪ ডিসেম্বর, ২০২১ | ৬:৪৫ অপরাহ্ণ

কোরিয়া থেকে আমদানিকৃত হুন্দাই কোম্পানির নতুন ১০টি ইঞ্জিনের মধ্যে ৩০১৪ সিরিয়ালের ইঞ্জিনটি টার্ন টেবিল থেকে অসতর্কতা ও অদক্ষতার কারণে পড়ে গেছে।

আজ মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরের দিকে পাহাড়তলী লোকোশেডের টার্ন টেবিল লাইন থেকে এ ইঞ্জিনটি পড়ে যায়।

রেলওয়ে সূত্র জানায়, দক্ষিণ কোরিয়া থেকে সম্প্রতি আমদানি করা হুন্দাই রোটেম কোম্পানির (এইচআরসি) ৩০১৪ সিরিজের একটি ইঞ্জিন আন্ডার রিপেয়ার (মেরামতের অপেক্ষায় থাকা) হয়ে টার্ন টেবিল লাইনে লোকোমোটিভটি (ইঞ্জিন) রাখা ছিল। কোরিয়ান হুন্দাই কোম্পানির কর্মকর্তারা এটার ব্রেক রিলিজ করে। কিন্তু অসতর্কতার কারণে চাকার নীচে জ্যাম দিতে ভুলে যায়। ফলে ডাউন গ্রেড (উপর থেকে নিচের দিকে) হওয়াতে এবং টার্ন টেবিলও আন্ডার রিপেয়ার থাকাতে ঐ অবস্থায় ইঞ্জিনটি পড়ে যায়। ইঞ্জিনগুলো আমদানি করার সময় থেকে ১ বছর হুন্দাই কোম্পানি কর্মকর্তারা এগুলোর দেখাভাল করেন।

সম্প্রতি রেলওয়ের বহরে যুক্ত হয় ৩০০১ থেকে ৩০৩০ সিরিজের ৩০টি মিটারগেজ ইঞ্জিন। দুই প্রকল্পের আওতায় দক্ষিণ কোরিয়ার হুন্দাই রোটেম কোম্পানি থেকে কেনা হয়েছে ইঞ্জিনগুলো। 

চট্টগ্রাম বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী ওয়াহিদুর রহমান জানান, টার্ন টেবিল থেকে ইঞ্জিনটি পড়ে গেছে৷ এখন উদ্ধারের কাজ চলছে।

 

পূর্বকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট