চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে করোনায় মৃত্যুশূন্য দিনে শনাক্ত ৩

নিজস্ব প্রতিবেদক

২১ নভেম্বর, ২০২১ | ১০:৩০ পূর্বাহ্ণ

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ জন। এ সময় করোনা আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। এতে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার প্রায় শূন্য দশমিক ২১ শতাংশ।

রবিবার (২১ নভেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৩৮১ জনের নমুনা পরীক্ষায় ৩ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে ২ জন নগরের এবং ১ জন লোহাগাড়া উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, ২৪ ঘণ্টায় শেভরন হাসপাতাল ল্যাবে ২ জন এবং জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ১ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

চট্টগ্রামে এখন পর্যন্ত এক লাখ ২ হাজার ৩৫০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের বাসিন্দা ৭৪ হাজার ৫০ জন। বাকি ২৮ হাজার ৩০০ জন বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ৩৩০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২৩ জন চট্টগ্রাম নগরের, বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬০৭ জনের।

চট্টগ্রামে ২০২০ সালের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।

 

 

পূর্বকোণ/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট