চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

জনগণের ইচ্ছার বিরুদ্ধে সিআরবিতে হাসপাতাল নয় : রেলমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

২৪ সেপ্টেম্বর, ২০২১ | ৭:৫১ অপরাহ্ণ

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, চট্টগ্রামের মানুষ যদি সিআরবিতে হাসপাতাল না চায় তাহলে জোর করে চাপিয়ে দেয়ার প্রয়োজন নেই।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রামের সার্কিট হাউসে এ কথা বলেন রেলমন্ত্রী।

নুরুল ইসলাম সুজন বলেন, ‘সিআরবি নিয়ে যা হচ্ছে, এতটা করার কোনো অর্থ নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের কল্যাণের জন্যই সবসময় কাজ করে আসছেন। চট্টগ্রামের মানুষ যদি সিআরবিতে কোনো স্থাপনা না চান, তাহলে সেটা জোর করে চাপিয়ে দেয়ার আমাদের প্রয়োজন নেই।’

তিনি আরও বলেন, ‘সিআরবিতে হাসপাতাল নিয়ে তথ্যগত কোনো ভুল হচ্ছে কি না তা খতিয়ে দেখার দরকার আছে। যে অভিযোগ দিয়ে আন্দোলনের কথা বলা হচ্ছে সেটার ভিত্তি কতটুকু, সেটুকু যাচাই-বাছাই করার জন্য আমাদের সময় দিতে হবে।’

রেলমন্ত্রী বলেন, ‘সিআরবিতে হাসপাতাল করা নিয়ে কয়েকদিন আগে আমরা একটা অভিযোগ পেয়েছি। কিন্তু এর আগেই আন্দোলন শুরু হয়ে গেছে। আন্দোলনের কথা পত্রিকা ও টেলিভিশনে দেখছি। কিন্তু কি নিয়ে আন্দোলন তা আনুষ্ঠানিকভাবে রেলওয়ের কাছে দরখাস্ত করেনি। এমনকি মন্ত্রী, সচিব বা রেলের ডিজির কাছেও কোনো আবেদন করা হয়নি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও কোনো দরখাস্ত দেওয়া হয়নি। দরখাস্ত বা অভিযোগ দেওয়ার পর যদি জোর করে কোনো কিছু হয়, তাহলে আন্দোলনের প্রশ্ন আসবে।’

পূর্বকোণ/মামুন

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট