চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

স্বাতী ব্যানার্জী’র দু’টো কবিতা

২৪ সেপ্টেম্বর, ২০২১ | ১২:০১ অপরাহ্ণ

কাশের আকাশ

 

পাবক জ্বলছে আজ নভঃ নীলে শুভ্রতার আভরণে স্হিতি হোক তবে
আপাততো যাও দেবদূত উদ্গত নিঃশ্বাস নিয়ে রেবা তীরে।
শ্যাওলা ঘাটে বাঁশি চিবুকে প্রণয় রাখো তবে।

কেনো আজ উষ্ণীষে যামিনী বারোয়ারী অভিমান
কাঞ্চনকামিনী গুনগুন পদ্মফুলে বিষজিহ্বার আগুন?

শেফালীর মায়াজালে স্রোতস্বতী নেয় টেনে অশুভ মৃত্যু।
ভুবন ডাঙ্গায় চলো জেগেছে যে চর ভালোবেসে কাশবন

তোমার গ্রীবায় দেখেছি শরতের শ্বেতপদ্ম
তমসার ভ্রূণ ভেঙে সদ্যোজাত ভোরের রূপ ছুঁতে চায়
অনিদ্র মাধুরীসম নীলাভ কপোল।

 

ঘুচে যাক জরা

 

এ কোন মরণ বিষ সাঁপের ছোবল
হুড়োহুড়ি ছুটোছুটি তবু নয় রক্ষা প্রাণভোমরার পাত
দুষ্টুগ্রহ আজ স্বর্গদোর রোধে
সুরাপানোদ্দীপ্ত হয়ে ভোলা যায় দহনের জ্বালা?
লুকানো নীল কষ্টের অভিমানী মেঘ
ঘরে ঘরে কান্না যেন এক যুদ্ধ
জমা হচ্ছে গল্প যত নিশীথের
জরাজীর্ণ ক্ষুধা-পোড়া মৃত্যুকূপের
এ কেমন সময়ে বধির আমি অন্ধ
ভিন্ন ছায়াপথে হাতড়াচ্ছি সুসময় চাবি কোনো
এমন কোনো স্ফুলিঙ্গ এসে যদি সব পাল্টে দিত
পাল্টে দিতো দুঃসময়ের এ হাহাকার
সবুজ প্রকৃতি শুধু ফুলে ফুলে ভরে যেত পথ
তুমি আমি মুখোমুখি
স্বতন্ত্র অনুভবে বাঁচার আনন্দে।

 

পূর্বকোণ/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট