চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

আকবরশাহে পরিবারভিত্তিক মাদক ব্যবসা, গ্রেপ্তার ৫

 নিজস্ব প্রতিবেদক

৭ জুন, ২০২১ | ৬:৫৩ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানাধীন রেলওয়ে হাউজিং সোসাইটি কাঁচাবাজার এলাকায় এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মোহাম্মদ নুরুল আলম (৩৫), তার স্ত্রীর বড় বোন রোকসানা বেগম ও শ্যালক মো. ‍সুজন প্রকাশ হৃদয় (৩৫), সহযোগি আবদুর রহমান (২৭) ও আবদুল জব্বার (৩০)।

শনিবার (৫ জুন) রাত ৯টায় রেলওয়ে হাউজিং সোসাইটি কাঁচাবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন বলেন, রেলওয়ে হাউজিং সোসাইটির কাঁচাবাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নুরুল আলমের কাছ থেকে দুইশ পিস ইয়াবা ও আলমের স্ত্রীর বড় বোন রোকসানা বেগমের কাছ থেকে আড়াইশ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের দেয়া তথ্যমতে রোকসানার ভাই সুজন, আবদুর রহমান ও জব্বারকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এছাড়া আবদুর রহমান আকবরশাহ থানার একটি হত্যা মামলার আসামি বলে জানান ওসি জহির হোসেন।

পূর্বকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট