চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

হেফাজতের নতুন কমিটি ঘোষণা আজ, বাদ পড়ছেন যারা

নিজস্ব প্রতিবেদক

৭ জুন, ২০২১ | ১:২১ পূর্বাহ্ণ

হেফাজতে ইসলামের কমিটি বিলুপ্ত ঘোষণার প্রায় দেড় মাস পর ৩৮ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করতে যাচ্ছে সংগঠনটি। জুনায়েদ বাবুনগরী ও নুরুল ইসলাম জিহাদীর নেতৃত্বে এ কমিটিতে বিতর্কিত নেতাদের বাদ দেয়া হতে পারে। নেতৃত্বে আসতে পারেন সরকারের ‘সুনজরে’ থাকা নেতারা।

আজ সোমবার (৭ জুন) রাজধানীর খিলগাঁও মাখজানুল উলুম মাদরাসায় আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হবে বলে নিশ্চিত করেছেন সংগঠনের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মীর ইদ্রিস।

পূর্বকোণকে তিনি বলেন, ‘বর্তমান আহ্বায়ক কমিটির আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীকে আমির এবং নুরুল ইসলাম জিহাদীকে মহাসচিব হিসেবে রেখে ৩৮ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা হবে। কমিটিতে নায়েবে আমির মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী, মাওলানা সালাহ উদ্দীন নানুপুরী, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী (দেওয়ান পীর), মাওলানা মহিব্বুল হক, মাওলানা ইয়াহইয়া, মাওলানা আবদুল কুদ্দুস, মাওলানা তাজুল ইসলাম, মাওলানা উবায়দুর রহমকন মাহবুব, মাওলানা মুফতি জসিম উদ্দিন, মাওলানা মুহাম্মদ আইয়ুব বাবুনগরী, যুগ্ম মহাসচিব মাওলানা সাজেদুর রহমান, মাওলানা আবদুল আউয়াল, মাওলানা আরশাদ রহমানী, মাওলানা লোকমান হকিম, মাওলানা আনোয়ারুল করীম, সহকারী মহাসচিব মাওলানা আবু তাহের, মাওলানা ইউসুফ মাদনী (সাহেবজাদা আল্লামা আহম্মদ শফী) সাংগঠনিক সম্পাদক মীর ইদ্রীসসহ কয়েকজনকে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, কমিটি থেকে বাদ পড়তে যাচ্ছেন সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক, নাছির উদ্দিন মুনির, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী, কেন্দ্রীয় নেতা জাকারিয়া নোমান ফয়জী, খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, হাসান জামিল, মুফতি হারুন ইজহারসহ নানা ইস্যুতে বিতর্কে জড়িয়ে পড়া হেফাজতের নেতারা।

উল্লেখ্য, গত ২৬ এপ্রিল হেফাজতের কমিটি ভেঙে দেন জুনায়েদ বাবুনগরী। এর কয়েক ঘণ্টার মাথায় নিজেকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

পূর্বকোণ/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট