চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

লোহাগাড়ায় ভ্রাম্যমাণ আদালতে ৬ ইটভাটাকে জরিমানা

লোহাগাড়া সংবাদদাতা

৩০ ডিসেম্বর, ২০২০ | ৯:৩৪ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় আইন অমান্য করে ইট পোড়ানোর দায়ে ৬টি ইটভাটাকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বুধবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার দরবেশ হাট ও কলাউজান এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আহসান হাবিব এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নীলুফা ইয়াছমিন চৌধুরী।

অভিযান চলাকালে দরবেশ হাট এলাকার বিকেবি, এলবিডব্লিউ ও এসএসবি ইটভাটা এবং কলাউজান এলাকার এএনবি, ডিএমবি ও এমবিএম ইটভাটাকে জরিমানা করা হয়।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আহসান হাবিব পূর্বকোণকে জানান, ইট প্রস্তুত আইন-২০১৩ অমান্য করে ইটভাটায় ফসলি জমির মাটি ব্যবহার, কাঠ পোড়ানো ও লাইসেন্স নবায়ন না থাকায় ৬ ইটভাটার মালিককে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পূর্বকোণ/মামুন

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট