চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

মালবাহী যানবাহন থেকে চাঁদাবাজির সময় গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক

২৫ জুলাই, ২০২০ | ১১:৫০ পূর্বাহ্ণ

নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় মালবাহী যানবানহ থেকে চাঁদাবাজি করার সময় এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

গ্রেপ্তাররা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার (বায়েজিদ থানার আমিন জুট মিল এলাকায় থাকে) নবীনগর থানার বজলুর রহমানের ছেলে মো. আলমগীর হোসেন (৩২) ও বাঁশখালী থানার পাইরং গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আজগর হোসাইন (৩৭)।

শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে  বহদ্দারহাট-কালুরঘাটমুখী ফ্লাইওভারের নিচ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৭’র সহকারী পরিচালক (মিডিয়া) মোহাম্মদ মাহমুদুল হাসান মামুন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র‌্যাব ওই এলাকায় অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দুইজনকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন মালবাহী যানবাহন হতে চাঁদা আদায় করে আসছে।’

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। 

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট