চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

বঙ্গবন্ধু জাতীয় স্কুল হকিতে চ্যাম্পিয়ন মিউনিসিপ্যাল মডেল

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক

৩০ জানুয়ারি, ২০২০ | ১:৪৫ পূর্বাহ্ণ

জাতীয় স্কুল হকির চট্টগ্রাম বিভাগীয় পর্বে স্বাগতিক চট্টগ্রামের সিটি কর্পোরেশন মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য ফাইনালে তারা ৩-২ গোলে কক্সবাজার জেলার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমিকে হারিয়ে এ যোগ্যতা অর্জন করেছে। অথচ খেলার ২৯ মিনিট পর্যন্ত ০-২ গোলে পিছিয়েছিল মিউনিসিপাল মডেল হাই স্কুল। পরবর্তীতে অবিশ^াস্য দক্ষতায় স্বাগতিক দল খেলায় সমতা আনে এবং শেষ পর্যন্ত জয়সূচক গোল (৩-২) করে জয় আদায় করে নেয়। উল্লেখ্য গতকালের চ্যাম্পিয়ন ও রানার্স আপ বায়তুশ শরফ জব্বারীয় একাডেমি, দু-দলই এ প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। আগামী মার্চ মাস থেকে ঢাকায় অনুষ্ঠিতব্য চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। এদিকে গতকালের খেলায় পরাজিত বায়তুশ শরফ জব্বারীয় একাডেমি দলের ক্রীড়া শিক্ষক কাশেম কুতুবী আয়োজক কমিটি এবং আমপায়ারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে বলেন, মিউনিসিপ্যাল মডেল হাই স্কুলের ছেলেরা কেউই কাগজ দেখাতে পারেনি। বিষয়টি অস্বীকার করে আয়োজক কমিটির সম্পাদক লুৎফুল করিম সোহেল বলেন, আমি নিজেই মিউনিসিপ্যাল মডেল হাই স্কুলের কাগজ দেখাতে ব্যর্থ হওয়া ছাত্রদের বাদ দিয়েছি। ঐ স্কুলের মোট ৪ জনকে বাদ দেয়া হয়েছে। তবে এ প্রতিযোগিতায় আমাপায়ারিং করা ব্যক্তিকে, কোন দলের কোচ হিসেবে দেখাটা অনেকের কাছে শোভণীয় ছিল না। খেলার ১০ মিনিটেই সাহেদুল ইসলামের গোলে এগিয়ে যায় বায়তুশ শরফ (১-০)। এ গোলে উজ্জ্বীবিত হয়ে ৩ মিনিট পরে মো. ছোটনের গোলে ২-০ তে লিড নেয় বায়তুশ শরফ। ২৯ মিনিটে সীমাহীন দৃঢ়তায় ব্যবধান কমায় মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল। এতে গোল করেন স্বাগতিক দলের সাহেদুল ইসলাম (২-১)। ৫০ মিনিটে মিউনিসিপ্যাল মডেল হাই স্কুলের দোদুল দাশ গোল করলে (২-২) ড্রতে ম্যাচ জমে ওঠে। এতে খেলা যখন টাইব্রেকারের দিকে এগুচ্ছিলো, ঠিক তখনই খেলা শেষ হওয়ার ৩ মিনিট আগে অর্পণ দাশের গোলে শিরোপার স্বাদ পায় মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল (৩-২)। বাংলাদেশ হকি ফেডারেশনের ব্যবস্থাপনায়, সিজেকেএস’র সহযোগিতায় এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি: এর আর্থিক পৃষ্ঠপোষকতায় বঙ্গবন্ধু জাতীয় স্কুল হকি প্রতিযোগিতার সেরা খেলোয়াড় নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের অর্পন দাশ। একই দলের ইমাজউদ্দিন সুশৃঙ্খল খেলোয়াড় মনোনিত হন। খেলা শেষে চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দিন খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্পন্সর প্রতিষ্ঠান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি: এর জোনাল হেড মো. হাফিজুর রহমান, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব আলী আব্বাস, বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ ইউসুফ। সিজেকেএস হকি কমিটির ভাইস চেয়ারম্যান এ.বি.এম খালেদুজ্জামান দাদুল এর সভাপতিত্বে এবং সম্পাদক মোঃ লুৎফুল করিম (সোহেল) এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সিজেকেএস সহ-সভাপতি আলহাজ্ব দিদারুল আলম চৌধুরী, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, সিজেকেএস হকি কমিটির ভাইস চেয়ারম্যান ডেরিক র‌্যান্ডলফ, যুগ্ম সম্পাদক তরুন কান্তি ভট্টাচার্য্য প্রমূখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট