চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

আজ জাতীয় স্কুল হকিতে চট্টগ্রাম পর্বের ফাইনাল

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক

২৯ জানুয়ারি, ২০২০ | ৫:০৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ হকি ফেডারেশনের ব্যবস্থাপনায়, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি.র আর্থিক পৃষ্ঠপোষকতায় বঙ্গবন্ধু জাতীয় স্কুল হকি প্রতিযোগিতার চট্টগ্রাম পর্বের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিউনিসিপাল মডেল স্কুল এন্ড কলেজ। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার ২য় সেমিফাইনাল খেলায় মিউনিসিপাল মডেল স্কুল এন্ড কলেজ ১২-০ গোলের শোচনীয় ব্যবধানে চট্টগ্রাম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজকে ক্ষত বিক্ষত করেছে। আজ মিউনিসিপাল মডেল স্কুল এন্ড কলেজ ফাইনালে বিকেল ৩টায় কক্সবাজারের বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির বিরুদ্ধে মোকাবেলা করবে। ১ম সেমিফাইনালে বায়তুশ শরফ টাইব্রেকারে ৩-২ গোলে জেএম সেন স্কুলকে হারায়। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করবেন চট্টগ্রামে মেয়র আ জ ম নাছির উদ্দিন। বিশেষ অতিথি থাকবেন স্পন্সর ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি.’র জোনাল হেড মো. হাফিজুর রহমান। সমাপনী অনুষ্ঠানে সিজেকেএস নির্বাহী কমিটি, কাউন্সিলরবৃন্দ, সিজেকেএস হকি কমিটি ও গঠিত সকল উপ-কমিটির কর্মকর্তাবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সিজেকেএস হকি কমিটির চেয়ারম্যান ও নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আবুল হাশেম এবং কমিটির সম্পাদক মো. লুৎফুল করিম সোহেল বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। গতকালের সেমিফাইনাল খেলার উল্লেখযোগ্য দিক ছিল মিউনিসিপাল মডেল স্কুল এন্ড কলেজের অর্পন দাশ (৪) ও মো. মামুনের অনবদ্য হ্যাটট্রিক। এছাড়া সাদী ও টুটুল দাশ ২টি করে এবং পলাশ ১ গোল করেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট