চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

অভয়মিত্র মহাশ্মশানে পার্বতী সুহৃদ মাতার তিরোধান উৎসব শুরু কাল

২৬ ডিসেম্বর, ২০১৯ | ২:২৪ পূর্বাহ্ণ

নগরীর কোরবাণীগঞ্জস্থ বলুয়ারদিঘি অভয়মিত্র মহাশ্মশান পরিচালনা পরিষদের উদ্যোগে পার্বতী সুহৃদ মাতার ৬৩তম তিরোধান দিবস পাঁচদিনব্যাপী ধর্মীয় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আগামীকাল ২৭ ডিসেম্বর (শুক্রবার) থেকে মহাশ্মশান প্রাঙ্গণে শুরু হবে। কর্মসূচির মধ্যে রয়েছে প্রয়াতদের আত্মার শান্তি কামনার্থে প্রদীপ প্রজ্জ্বলন, ভক্তি সঙ্গীতাঞ্জলি, মহতী ধর্মসম্মেলন, মহানামযজ্ঞের শুভ অধিবাস, চব্বিশ প্রহরব্যাপী মহানাম সংকীর্ত্তন, প্রতিদিন দুপুর ও রাতে মহাপ্রসাদ আস্বাদন। ধর্মসম্মেলনের উদ্বোধন করবেন চট্টগ্রাম রামকৃষ্ণ সেবাশ্রমের সাধারণ সম্পাদক স্বামী শক্তিনাথানন্দজী মহারাজ। প্রধান অতিথি থাকবেন সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন। অতিথি থাকবেন চট্টগ্রামস্থ ভারতীয় হাই কমিশনের দ্বিতীয় সচিব শুভাশীষ সিন্হা। প্রধান বক্তা থাকবেন ধর্মতত্ত্ববিদ অধ্যাপক স্বদেশ চক্রবর্তী।উক্ত অনুষ্ঠানে সকল ভক্তদের উপস্থিত থাকার জন্য অভয়মিত্র মহাশ্মশান পরিচালনা পরিষদের সভাপতি কাউন্সিলর জহর লাল হাজারী ও সাধারণ সম্পাদক প্রকৌশলী বিজয় কুমার চৌধুরী কিষাণ অনুরোধ জানিয়েছেন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট