চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মিনু মা’র স্মরণে

আনোয়ার হোসেন পিন্টু

২৪ ডিসেম্বর, ২০১৯ | ৬:৩৮ পূর্বাহ্ণ

চলে গেছে মিনু আমায় ছেড়ে
অনেক অনেক দূরে,
হাসবে না আর জড়িয়ে ধরে
মা ডেকেছিলাম যারে।

কেঁদে মরে আমার, বুকের দু’পার
নিঃশ্বাসে পাই সাড়া,
কার ইশারায় ছেড়ে গেলি তুই
কিসের ছিল এত তাড়া?

আঁধারে আলো হিয়ার চ্ছটা
ছিল তোর চোখে মুখে,
বাজালি আমার শূন্য বুকে
সুরের স্বপ্ন হেঁকে।

রক্ত-নদীর বাঁধন ঘেরা
তুই ছিলি আমার বাগান,
জুঁই চামেলির কানে শুনাতি
সুরেলা গলায় গান।

মা-মণি আমার আয় ফিরে আয়
বুড়ো ছেলের কথা ভেবে,
ফিরে এলে খুলবো দুয়ার
নিবি কোলে আমায় কবে?

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট