চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বান্দরবান ৬৯ পদাতিক ব্রিগেডের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২৩ ডিসেম্বর, ২০১৯ | ৬:৫৮ পূর্বাহ্ণ

বান্দরবান ৬৯ পদাতিক ব্রিগেডের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল রবিবার বান্দরবান ৬৯ পদাতিক ব্রিগেড চত্বরে কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার শাহিদুল এমরান পিএসসি । এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিজিবির বান্দরবান সেক্টরের সেক্টর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জহিরুল ইসলাম, বোমাং সার্কেলের ১৭তম বোমাং রাজা উচপ্রু চৌধুরী, পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এর সহধর্মিণী মেহ্লা প্রু মারমা প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে সেনাবাহিনী, বিজিবি সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রিজিয়ন কমান্ডার বলেন, বান্দরবানের শান্তি ও সম্প্রীতি সুরক্ষায় সেনাবাহিনী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। তাই সকলের সহযোগিতা পেলে বান্দরবান বাংলাদেশের সম্প্রীতি ও শান্তির জেলা হিসাবে প্রতিষ্ঠিত হবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট