চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

প্রকৃতিতে বিরাজ করবে শুষ্কতা

নিজস্ব প্রতিবেদক

২১ নভেম্বর, ২০১৯ | ১২:৫৩ অপরাহ্ণ

প্রায় শীতজুড়ে দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমি লঘুচাপ থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) আবহওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এতে আরো বলা হয়েছে, বৃহস্পতিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। বৃহস্পতিবার শেষরাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। আজ বৃহস্পতিবার রাতে সারাদেশে তাপমাত্রা সামান্য কমতে পারে এবং শুক্রবার দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। পূর্বাভাসের তথ্য অনুযায়ী, আগামী ২ দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। তবে তার পরের ৫ দিনে রাতের তাপমাত্রা আরো কমতে পারে।

আজ এখন পর্যন্ত চট্টগ্রামের সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিন্ম তাপমাত্রা ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। দুপুর পর্যন্ত বাতাসে জলবায়ুর আর্দ্রতা ৭৮ শতাংশ হলেও বিকালে তা বেড়ে ৮২ শতাংশ হতে পারে বলে জানিয়েছে আবহওয়া অধিদপ্তর। চট্টগ্রামে আজ সূর্যাস্তের সময় ৫টা বেজে ৮ মিনিট।

 

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট