চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

বিভাগীয় সমবায় দপ্তরের ব্যাপক কর্মসূচি জাতীয় সমবায় দিবস আজ

২ নভেম্বর, ২০১৯ | ৩:১৮ পূর্বাহ্ণ

৪৮তম জাতীয় সমবায় দিবস আজ শনিবার। দিবসটি উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় সমবায় দপ্তর ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।

কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০টায় ষোলশহরস্থ ২নং গেইট থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে এলজিইডি প্রাঙ্গণে গিয়ে শেষ হবে।

র‌্যালির উদ্বোধন করবেন চট্টগ্রাম কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান এএমএম সাহাবুদ্দীন। সকাল সাড়ে ১০টায় জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন। এরপর সকাল ১০টা ৩৫মিনিটে এলজিইডি মিলনায়তনে সমবায় দিবসের মূল প্রতিপাদ্য বিষয় ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। বিশেষ অতিথি থাকবেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। সভাপতিত্ব করবেন বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান। স্বাগত বক্তব্য রাখবেন বিভাগীয় সমবায় দপ্তরের যুগ্ম-নিবন্ধক আশীষ কুমার বড়–য়া। সভা শেষে দুপুর সাড়ে ১২টা হতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কর্মসূচিসমূহ সুষ্ঠু, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সফল করার লক্ষ্যে আন্দরকিল্লাস্থ চট্টগ্রাম বিভাগীয় সমবায় দপ্তরে প্রস্তুতি সভা গত বৃহস্পতিবার অপরাহ্নে অনুষ্ঠিত হয়। বিভাগীয় সমবায় দপ্তরের যুগ্ম-নিবন্ধক আশীষ কুমার বড়–য়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপ-নিবন্ধক মোহাম্মদ গিয়াস উদ্দিন, সহকারী নিবন্ধক কানিজ ফাতেমা, বশির আহাম্মদ ও মো. রবিন ইসলাম, উপ-সহকারী নিবন্ধক মুরাদ আহাম্মদ, ডবলমুরিং থানা সমবায় অফিসার সুমিত কুমার দত্ত, পাঁচলাইশ থানা সমবায় অফিসার শহিদুল ইসলাম, কোতোয়ালী থানা সমবায় অফিসার মো. আনিসুল ইসলাম, মো. সামসুদ্দিন ভূঁইয়া, পরিদর্শক আবু বক্কর, ওছমান গণি ও অর্পণ দাশ গুপ্ত প্রমুখ। এসময় কর্মসূচি সফল করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়। -বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট