চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

নন্দীরহাটে সংবর্ধনায় বক্তারা

অদম্য ইচ্ছাশক্তিতে ডা. আর. পি. সেনগুপ্ত আজ সফল কর্মবীর

৯ সেপ্টেম্বর, ২০১৯ | ২:০৬ পূর্বাহ্ণ

লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম উত্তর ফতেয়াবাদ নন্দীরহাট আয়োজিত লোকনাথ ব্রহ্মচারীর ২৮৯তম আবির্ভাব দিবস উপলক্ষে ২ দিনব্যাপী অনুষ্ঠান গত ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। এছড়াও এতে নিউরোসার্জন প্রফেসর ডা. রামপ্রসাদ সেনগুপ্ত (রবিন) ও গুণীজন সংবর্ধনা সভার আয়োজন করা হয়। এতে সেবাশ্রম ট্রাস্ট সমন্বয়ক অশেষ কুমার পুরোহিতের সঞ্চালনায় ও মনোজ কান্তি দে এর সভাপতিত্বে গুণীজন সংবর্ধনায় সেবা আশ্রম ট্রাস্ট কো-চেয়ারম্যান প্রকৌশলী ঝুলন কুমার দাশের স্বাগত ও সম্পাদক সুব্রত ভৌমিকের শুভেচ্ছা বক্তব্যের পর সংবের্ধয় অতিথি ডা. আর. পি. সেনগুপ্তরে জীবনী পাঠ করেন সেবাশ্রম সা. সম্পাদক সুব্রত বিকাশ চৌধুরী। জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তির অর্জনকে উপস্থাপন করে সমাজের উন্নতির জন্য আয়োজকদের অভিনন্দন জানান প্রধান অতিথি সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন চুয়েটের ভিসি রফিকুল আলম। বক্তব্য রাখেন কাউন্সিলর তৌফিক আহমেদ ও ডা. ঋষিকেশ কুমার। এসময় বক্তারা বলেন, ইংল্যান্ডের রানীর পক্ষে প্রিন্স চার্লস কর্তৃক ‘অর্ডার অব ব্রিটিশ এম্পায়ার’ সম্মাননায় ভূষিত নিউরোসার্জন প্রফেসর ডা. রামপ্রসাদ সেনগুপ্ত (রবিন) চিকিৎসা জগতের কিংবদন্তী আবহমান বাংলা ও বাঙালির অংহকার। অধ্যবসায়, ইচ্ছাশক্তি ও দৃঢ় প্রত্যয় যে দারিদ্রতাকে হার মানিয়ে একজন মানুষকে সফলতার শীর্ষে পৌঁছাতে পারে তার জলন্ত দৃষ্টান্ত মাটির মানুষ ডা. আর. পি. সেনগুপ্ত। অধ্যবসায় ও অদ্যম ইচ্ছাশক্তি জয়ের এক সফল কর্মবীর তিনি। প্রফেসর ডা. রামপ্রসাদ সেনগুপ্ত (রবিন) তাঁর বাল্যকালের স্মৃতিচারণ ও জীবনের পথ চলা ও সফলতা নিয়ে বলেন, ‘সফলতা অর্জনের মূল সোপান হচ্ছে দৃঢ় প্রত্যয়, অসামান্য অধ্যবসায় ও অদ্যম ইচ্ছাশক্তি’। শিক্ষাই মানুষের অন্তর্নিহিত সুপ্ত প্রতিভা, মেধা ও বুদ্ধিকে বিকশিত করে। অনুষ্ঠানে লোকনাথ সেবাশ্রম কেন্দ্রের পক্ষে এ গুণী ব্যক্তিত্বকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অতপর সিটি মেয়র ও সংবর্ধেয় অতিথিসহ নেতৃবৃন্দ ডা. আর. পি. সেনগুপ্ত সড়ক ও লোকনাথ সেবাশ্রম সড়কসহ মোট ৭টি সড়কের মোড়ক উম্মোচন করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংবর্ধেয় অতিথি সফরসঙ্গী ডা. আশীষ দত্ত, ডা. দীপেন্দ্র কুমার প্রধান ও ডা. ফুমিনারী কোমাটসু, চসিক অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, নির্বাহী প্রকৌশলী শাহিনুর ইসলাম, প্রকৌশলী বিপ্লব দাশ, প্রণব সাহা বাবলু, ডা. বাসনা মুহুরী, ট্রাস্টি প্রতাপ চন্দ্র ধর, ট্রাস্টি বিধান গুপ্ত, প্রদীপ ভৌমিক, নিহার মল্লিক, যীশু বনিক, বাবুল নন্দী, অধ্যাপক টিংকু চৌধুরী প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট