নারীঘটিত কেলেঙ্কারির অভিযোগ যেন কিছুতেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পিছু ছাড়ছে না। গত বৃহস্পতিবার সাপ্তাহিক নিউইয়র্কার অনলাইন এক প্রতিবেদনে জানিয়েছে, আশির দশকের শেষ মাথায় ডোনাল্ড ট্রাম্প তার এক গৃহপরিচারিকার সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে কন্যাসন্তানের বাবা হয়েছিলেন। আর সেই গোপন তথ্য ফাঁস করতে চেয়েছিলেন ট্রাম্প টাওয়ারেরই সাবেক দ্বাররক্ষী। সেসময় ওই দ্বাররক্ষীর মুখ বন্ধ রাখতে তাকে ৩০ হাজার মার্কিন ডলার ঘুষ দিয়েছিল ট্রাম্পের বন্ধুর পত্রিকা দ্য ন্যাশনাল ইনকোয়েরার। খবর সিএনএন। ‘ধর এবং হত্যা কর’- এই তত্ত্বের ওপর ভিত্তি করে ইনকোয়েরার সাজুদিনের কাছ থেকে ৩০ হাজার ডলার দিয়ে তথ্যটি কিনে নেয়েছিল। এরপরই ট্রাম্পের পক্ষে লিখে ওই প্রতিবেদনটি ধামাচাপা দেওয়া হয়। অবশ্য ঘটনাটির সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি।